ঢাকা বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

গুইমারাতে অসহায়দের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:৫৯ পিএম

গুইমারাতে অসহায়দের মানবিক সহায়তা দিল সেনাবাহিনী

ছবি : রূপালী বাংলাদেশ

খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন তিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের প্রত্যন্ত এলাকায় স্থিতিশীলতা, শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে অসচ্ছল ও অসহায়দের মানবিক সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।

বুধবার (১৩ নভেম্বর) সকালে বড়পিলাক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায়দের মাঝে মানবিক সহায়তা প্রদান করেন ২৪ আর্টিলারি ব্রিগেডের গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রাইসুল ইসলাম।

মানবিক সহায়তার মধ্যে রয়েছে- বিভিন্ন প্রতিষ্ঠানে সহায়তা, ঢেউটিন, সেলাই মেশিন, সৌর বিদ্যুৎ, স্প্রে মেশিন, ছাত্র-ছাত্রীদের মাঝে আর্থিক অনুদান ও খেলার সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল সৈয়দ পারভেজ মোস্তফা, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আইরিন আকতার, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এনামুল হক চৌধুরীসহ সামরিক পদস্থ কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরবি/ এইচএম

Link copied!