ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২৪, ০৩:১৭ পিএম

খাগড়াছড়িতে শীতার্ত মানুষের মাঝে উষ্ণতা ছড়ালো সেনাবাহিনী

ছবি: রূপালী বাংলাদেশ

সারাদেশের ন্যায় পাহাড়েও ঝেঁকে বসেছে হিম হিম শীত। শীতে যুবুথবু পাহাড়ের নিম্ন আয়ের মানুষ। এমন পরিস্থিতে পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি জনকল্যাণমুখী ও মানবিক কর্মসুচীর অংশ হিসেবে পাহাড়ের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনীর ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান।

শীতবস্ত্র বিতরণকালে খাগড়াছড়ি সেনা রিজিয়নের জিটুআই মেজর জাবের সোবাহান মিঞা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য ও সাধারন সম্পাদক এইচ এম প্রফুল্ল প্রমুখ উপস্থিত ছিলেন।

সেনাবাহিনী সবসময়ই পাহাড়ে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মন্তব্য করে খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মো. আমান হাসান বলেন, তারই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ককরা হচ্ছে। ভবিষ্যতেও জনকল্যানমুখী কাজের এ ধারা অব্যাহত থাকবে।

সেনাবাহিনীর পক্ষ হতে শীতবস্ত্র উপহার পেয়ে আপ্লুত নিম্নআয়ের সাধারন মানুষ।

তারা বলেন, সেনাবাহিনীর কম্বলে আমাদের মতো গরীবদের শীত নিবারন হবে। শীতবস্ত্র হিসেবে কম্বল পেয়ে সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানান তারা।

 

আরবি/জেডআর

Link copied!