হামলা ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে বগুড়ার কারাগারে ছিলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ আব্দুল লতিফ। তিনি অসুস্থ হলে নেওয়া হয় হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে তার লাশ হস্তান্তর করা হবে জানিয়েছেন কারা কর্তৃপক্ষ।
সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল লতিফ (৬৭)। কারাগারে তার কয়েদি নম্বর-৬৬৬৯/২৪। তিনি শিবগঞ্জ উপজেলার শোলাগাড়ি এলাকার মৃত মহির উদ্দিনের পুত্র।
বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, গত ১৫ আগস্ট মারামারি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন লতিফ। গত ২৩ নভেম্বর অসুস্থতাজনিত কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়। কারাগার থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৬ টার দিকে কয়েদি লতিফ মারা যান। তার লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
আপনার মতামত লিখুন :