নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় সবজির গাড়ীতে ৫৪ কেজি গাঁজাসহ সাদ্দাম হোসেন নামের এক মাদক কারবারিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ। এ সময় গাঁজা বহনকারী একটি পিকআপ (ঢাকা মেট্রো ঠ-১১-৮৫০১) জব্দ করা হয়েছে। মাদক কারবারি সাদ্দাম হোসেন লক্ষ্মীপুর জেলার চরমোসন গ্রামের সফিক আলমের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজায় চেকপোস্ট বসিয়ে ৫৪ কেজি গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এমএ বারী জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :