ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

এবার দুর্গাদেবীর দোলায় আগমন ঘোটকে গমন

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৪, ০৪:৫৯ পিএম

এবার দুর্গাদেবীর দোলায় আগমন ঘোটকে গমন

ছবি: রূপালী বাংলাদেশ

এ বছর দুর্গাদেবী আসছে দোলায় চড়ে। যার ফল “মড়ক”। আর দেবী ঘোটকে গমন করবেন। যার ফল “ছত্রভঙ্গ”। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাম্বলী হিন্দু সম্প্রদায় সবচেয়ে বড় উৎসব “শারদীয় দুর্গোৎসব”। ১৩ অক্টোবর দশমী। এই দিন প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিন ব্যাপী দুর্গোৎসবের আয়োজন।

পঞ্জিকা সূত্রে জানা গেছে, আগামী ৮ অক্টোবর ২০২৪ খ্রি. শ্রীশ্রী শারদীয় দুর্গাদেবীর শুক্লা পঞ্চমীবিহিত পূজা সায়ংকালে দুর্গাদেবীর বোধন। ৯ অক্টোবর বুধবার ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা। সায়ংকালে দেবীর আমন্ত্রণ ও অধিবাস। ১০ অক্টোবর বৃহস্পতিবার নবপাত্রকা প্রবেশ, স্থাপন, সপ্তম্যাদিকল্পারম্ভ ও সপ্তমীবিহিত পূজা। ১১ অক্টোবর শুক্রবার “মহাষ্টমী”, দেবীর মহাষ্টম্যাদিকল্পারম্ভ ও কেবল মহাষ্টমীকল্পারম্ভ এবং মহাষ্টমীবিহিত পূজা। ১২ অক্টোবর শনিবার দেবীর শুক্লা মহানবমীবিহিত অধিক পূজা পরে দেবীর দশমীবিহিত পূজা সমাপনান্তে বিসর্জন। ১৩ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে ৫ দিনব্যাপী দুর্গোৎসবের আয়োজন। 

আরবি/জেডআর

Link copied!