রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫

কক্সবাজারে র‍্যাব সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৪

শাহজাহান চৌধুরী শাহীন,  কক্সবাজার

প্রকাশিত: নভেম্বর ১০, ২০২৪, ০৮:২৯ পিএম

কক্সবাজারে র‍্যাব সদস্যদের ওপর হামলা, গ্রেপ্তার ৪

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্ট এলাকা থেকে সরকারি কাজে বাধা প্রদান ও র‍্যাব সদস্যদের ওপর হামলাকারী চারজন দুর্বৃত্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এসময় ৩টি মোটরসাইকেল জব্দ করা হয়। রবিবার ভোররাত ৪ টার দিকে সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় এ ঘটনা ঘটেছে।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মো. কামরুজ্জামান জানান, কক্সবাজার সৈকতের লাবনী পয়েন্ট এলাকার সুগন্ধা-হোটেল কক্স টুডের পাকা রাস্তায় ১৯ নভেম্বর রবিবার ভোর ৪ টার সময় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারের নিমিত্তে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে। চেকপোস্ট চলাকালীন সৈকতের সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ধেয়ে আসা কয়েকটি মোটর সাইকেলকে থামার সংকেত দিলে মোটরসাইকেল না থামিয়ে কৌশলে চেকপোস্ট অতিক্রমকালে র‍্যাব সদস্যরা তাদের থামায়। এ সময় র‌্যাব দল মোটরসাইকেল আরোহীদের পরিচয় জানতে চাইলে তারা অস্বীকৃতি জানায় এবং সরকারি কাজে সহযোগিতা না করে র‌্যাব সদস্যদের উপর হামলা করে। এঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও অজ্ঞাতনামা ৪/৫ জন মোটর সাইকেল রেখে পালিয়ে যায়। 

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. আক্তার কামাল সোহেল, মো. নুরুল আমিন হেলালী, ইয়াছিন আরাফাত ও মো. সাইফুল ইসলাম। 

তাদের সবার বাড়ী কক্সবাজার পৌরসভা এলাকায়। গ্রেপ্তারকৃতদের কক্সবাজার সদর মডেল থানায় সোপর্দ করা হয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!