কক্সবাজারের চকরিয়া হারবাং দক্ষিণ পঁহরচাদায় বিলে বেঁধে রাখা গরু চোরচক্র নিয়ে যাওয়ার সময় বাঁধা দেওয়াকে কেন্দ্র করে মহিউদ্দিন নামে এক গরুর মালিকের উপর হামলা করে পরবর্তী বাড়ি থেকে ৪০ হাজার টাকা লুট, ৮৫ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ও বাড়ির আসবাবপত্র ভাংচুরের অভিযোগ উঠেছে স্থানীয় জহির আলম তার ছেলে মো. রাজিব, মিনহাজ উদ্দীন ও মো. মিজানের বিরুদ্ধে।
বিষয়টি নিয়ে ভুক্তভোগী পরিবার চকরিয়া থানায় ১৪ অক্টোবর অভিযোগ জমা দিয়েছেন।
বুধবার ৯ অক্টোবর সন্ধ্যা ৭টার দিকে উপজেলার হারবাং দক্ষিণ পঁহরচাদা ৫নং ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।
হামলার শিকার মহিউদ্দিন জানান, গৃহপালিত ষাড়গরু পঁহরচাদাস্থ রেল লাইনের পশ্চিম পার্শ্বে ঘাস খাওয়ার জন্য বেঁধে দেন। গরুটি রশি খুলে চুরি করে নিয়ে যাওয়ার সময় দেখে ফেললে ক্ষিপ্ত হয়ে উল্টো ধারালো দা দিয়ে আহত করে এবং এই চোরের দল বাড়িতে ডুকে স্ত্রীর উপর হামলা, বাড়ি থেকে নগদ টাকা, স্বর্ণ অলংকার ইত্যাদি লুটপাট করে। এ ঘটনায় আহত মহিউদ্দিন ও তার স্ত্রী সজরুন্নাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে মোবাইলে অনেকবার বক্তব্য নিতে চেষ্টা করা হলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
চকরিয়া থানার ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভুইঁয়া বলেন, ঘটনা তদন্তে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। বিষয়টি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :