বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:৩৩ পিএম

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের উপর হামলা-গুলি

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৫, ০৩:৩৩ পিএম

লক্ষ্মীপুরে ৪ সাংবাদিকের উপর হামলা-গুলি

ছবি: রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মুখোশধারী দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক। দুর্বৃত্তরা তাদের মারধর করে এবং আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে রাখে। একপর্যায়ে সাংবাদিকদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়, তবে তা লক্ষ্যভ্রষ্ট হয় বলে জানা গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের গণশ্যামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাংবাদিকদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন-দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, আমার বার্তার প্রতিনিধি আব্দুল মালেক নিরব, আমার সংবাদের প্রতিনিধি মো. আলাউদ্দিন ও আলোকিত সকালের প্রতিনিধি ফয়সাল মাহমুদ। রফিকের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখমের চিহ্ন রয়েছে। 

রফিকসহ আহত সাংবাদিকদের ভাষ্যমতে, জমি নিয়ে বিরোধের জের ধরে দত্তপাড়া গ্রামে প্রবাসীর বাড়িতে দখল ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সংবাদ করতে যাওয়ার পথে ঘটনাস্থলের কাছে পৌঁছলে ৮-১০ জন মুখোশধারী ব্যক্তি সাংবাদিকদের মোটরসাইকেল গতিরোধ করে। এ সময় তাদেরকে সংবাদ সংগ্রহ না করে চলে যেতে বলে। সাংবাদিকরা যাওয়ার চেষ্টা করলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে জিম্মি করে বাঁশ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এ সময় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলে তা লক্ষ্যচ্যুত হয়।

সাংবাদিক রফিকুল ইসলাম বলেন, হামলাকারীরা মুখোশধারী ছিল। হত্যার উদ্দশে তারা হামলা ও গুলি করেছে। তারা জিম্মি করে আমাদের মোবাইল ফোন ও টাকাসহ মানিব্যাগগুলো নিয়ে গেছে। 

সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক কমলা শীষ রায় বলেন, আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজনের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে, তা গুলির কিনা এক্সরে করার পর নিশ্চিত হওয়া যাবে। 

দত্তপাড়া পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি। সেখানে কাউকে পাওয়া যায়নি। কারা, কী কারণে হামলা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করার জন্য স্থানীয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল। তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার ঘটনাটি ন্যক্কারজনক। 

আরবি/জেডআর

Link copied!