ঢাকা সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

পিএমখালীর চেয়ারম্যান আব্দুল্লাহকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, আহত ২৫

কক্সবাজার ব্যুরো

প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৪, ০৭:২৪ পিএম

পিএমখালীর চেয়ারম্যান আব্দুল্লাহকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা,  আহত ২৫

ছবি: রূপালী বাংলাদেশ

কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ছিনিয়ে নিতে কক্সবাজার সদর মডেল থানায় দুর্বৃত্তদের হামলা, পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার বিকাল পৌনে ৩টার সময় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।  এরআগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সোমবার দুপুরে চেয়ারম্যান মো. আবদুল্লাহকে নিজ এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ গ্রেপ্তার করে। 

পুলিশ দল তাকে বিকেল পৌনে ৩টার সময় থানায় নিয়ে আসলে কয়েকশ জনতা থানায় হামলা চালিয়ে আবদুল্লাহকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে পুলিশ ও জনতা মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ২০/২৫ জন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ পুলিশ হেফাজতে আছে। এব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

আরবি/জেডআর

Link copied!