বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৭:২০ পিএম

রায়পুরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে সাংবাদিককে হত্যাচেষ্টা

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২৪, ০৭:২০ পিএম

রায়পুরায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও গুলি করে সাংবাদিককে হত্যাচেষ্টা

ছবি: রূপালী বাংলাদেশ

নরসিংদীর রায়পুরায় মনিরুজ্জামান মনির (৪০) নামে স্থানীয় এক সাংবাদিককে গুলি করে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে পৌর এলাকার শ্রীরামপুর বাজারে এ ঘটনা ঘটে। আহত মনিরুজ্জামান মনির রায়পুরা উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি উপজেলার মেথিকান্দা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।

প্রত্যক্ষদর্শীসহ বিভিন্ন সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে মনিরুজ্জামান শ্রীরামপুর বাজারে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার দিকে এগিয়ে আসতে থাকলে প্রাণের ভয়ে সে দৌড়ে নিকটস্থ একটি চাইলের আড়তে ডুকে পড়ে। পরে দুর্বৃত্তরা তাকে সেখান থেকে টেনে হেচড়ে বের করে দুই পায়ে ৩ টি ও দুই হাতে ২ টি গুলি করে এবং পরে মাথাসহ বিভিন্নস্থানে হাতুড়ী দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরণ করে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক।

এঘটনার সময় রায়পুরা থানা পুলিশের কোন তৎপরতা না থাকায় সার্বিক সহযোগিতা করেছে বাংলাদেশ সেনা বাহিনীর সদস্যরা। সেনাবাহিনীর দল হাসপাতালে গিয়ে আহত সাংবাদিক মনিরুজ্জামানের খোঁজখবর নেন ও ঘটনাস্থলসহ আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেন। স্থানীয় সাংবাদিকদের অভিযোগ, হত্যার উদ্দেশ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে।

এঘটনায় নরসিংদী ও উপজেলা সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা জ্ঞাপন করে দ্রুত সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক বিচারের দাবী জানান।

রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মন বলেন, হাতে এবং পায়ে গুলি লেগেছে। মাথায়ও গুরুতর আঘাত আছে। অবস্থা আমাদের অনুকুলে না থাকায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছি।
 

উল্লেখ্য, সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে রায়পুরায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুমন মিয়া ও আবিদ হাসান রুবেলের সমর্থকদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। উক্ত ঘটনার কয়েক ঘন্টা পর ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমন মিয়া মারা যায়। উক্ত ঘটনায় প্রতিদ্বন্ধী প্রার্থী আবিদ হাসান রুবেলকে প্রধান আসামী করে থানায় মামলা করে নিহত ভাইস চেয়ারম্যান প্রার্থী সুমনের
বাবা ইউপি চেয়ারম্যান নাসির উদ্দিন। পরে নিহত সুমনের পক্ষে হত্যার প্রতিবাদে নামে মেথিকান্দা লিয়াকত আলী মিস্ত্রী ওরফে লইক্কা মেস্ত্রী ছেলে বাছেদ মেম্বার, হারুন মিয়াসহ তার সমর্থকরা। অভিযুক্ত আবিদ হাসান রুবেলের বাড়ী একই এলাকায় হওয়ায় উভয় পক্ষের মধ্যে ইতোমধ্যে কয়েক দফায় গুলাগুলি, হামলা ও আহতের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার দুপুরে দুর্বৃত্তদের হামলায় আহত সাংবাদিক
মনিরুজ্জামান মনির অভিযুক্ত ভাইস চেয়ারম্যান প্রার্থী হত্যা মামলার আসামী আবিদ হাসান রুবেলের প্রতিপক্ষ নুর মোহাম্মদ এর ছেলে। যদিও মনির দীর্ঘদিন ধরে এলাকা ছেড়ে রায়পুরা থানার পিছনে পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করছেন।

আরবি/জেডআর

Link copied!