কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে রেন্ট এ বাইক দুর্ঘটনায় অস্ট্রেলিয়ান নাগরিক ম্যাগরিন ডেনিয়েল পল (৪৯) নামে এক পর্যটক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় উখিয়া ইনানী সোনার পাড়ার মেরিন ড্রাইভ সড়ক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
কক্সবাজার পুলিশ সুপার মো. রহমত উল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভাড়ায় চালিত মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটেছে। মরদেহের সুরতহাল সংগ্রহ করছে ইনানী ফাঁড়ির পুলিশ।
ধারণা করা হচ্ছে, তার কাছে পাসপোর্ট পাওয়া গেছে। তিনি কক্সবাজার বেড়াতে এসেছেন কিংবা এনজিওতে কর্মরত রয়েছেন। অস্ট্রেলিয়ান নাগরিক ড্যানিয়েল পল মেগ্রিন নিজে মোটর সাইকেল চালিয়ে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে তিনি ঘটনাস্থলে নিহত হন। এসময় দুর্ঘটনা কবলিত গাড়ীটির ধাক্কায় দুই পথচারি আহত হন।
নিহত ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক বলে তথ্য দিলেও তিনি কোন সংস্থায় চাকুরি করেন তা নিশ্চিত করতে পারেননি ওসি।
ঘটনাস্থল থেকে অস্ট্রেলিয়ান নাগরিক ম্যাগরিন ডেনিয়েল পল এর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে আনা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, মেরিন ড্রাইভ সড়কে অবৈধ রেন্ট এ বাইকের ছড়াছড়ি। মেরিন ড্রাইভ রোডে দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ রেন্ট বাইক। ফলে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। জেলা প্রশাসনও বন্ধ করছে না অবৈধ এসব বাইক। পর্যটন শহর কক্সবাজারের কলাতলী ডলফিন মোড়, সুইড সাদাফ মোড়, বেইলী হ্যাচারী মোড়সহ একাধিক স্থানে রীতিমতো ব্যানার টাঙিয়ে ভাড়া দেওয়া হচ্ছে অন্তত ২ হাজার বিভিন্ন কোম্পানীর মোটরসাইকেল।
অনুমোদন না থাকলেও কক্সবাজার মেরিন ড্রাইভ রোডে অবৈধ বাইক দিয়ে দিয়ে রমরমা বাণিজ্য করছেন অসাধু ব্যবসায়ীরা। এসব বাইকের অধিকাংশ চালকই অদক্ষ। তাই প্রায় সময় ঘটছে প্রাণহানির মতো ঘটনা।
আপনার মতামত লিখুন :