ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

বাগেরহাট জেলা আ.লীগের নেতা ও তার ছেলেসহ গ্রেপ্তার ৩

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১১, ২০২৪, ০৭:২২ পিএম

বাগেরহাট জেলা আ.লীগের নেতা ও তার ছেলেসহ গ্রেপ্তার ৩

ছবি: রূপালী বাংলাদেশ

বাগেরহাট বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার কর্মসূচিতে হামলা ও নাশকতা অভিযোগে করা মামলায় বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতিসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত রবিবার রাতে বাগেরহাট শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন-বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আইনজীবী ফরিদ উদ্দিন আহমেদ ও তার ছেলে চয়ন আহমেদ এবং ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু তাহের হাওলাদার।

৪ অগাস্ট বাগেরহাট জেলা আদালত চত্বরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রায় দুই মাস পর ২৯ সেপ্টেম্বর শহরের হাড়িখালী এলাকার সেখ রেজাউল করিম বাদী হয়ে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য আইনজীবী মীর শওকাত আলী বাদশাসহ আওয়ামী লীগের ৯৯ নেতাকর্মীর নামে থানায় একটি মামলা করেন।

বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান বলেন, আওয়ামী লীগ নেতা ফরিদ উদ্দিন আহমেদ ও তার ছেলে চয়নসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চয়ন আহমেদ এবং আবু তাহের জামিনে আছেন। তবে ফরিদ উদ্দিনকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেপ্তারকৃতদের আদালতে হস্তান্তর করা হবে।


 

আরবি/জেডআর

Link copied!