ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যাংক ঋণ বাড়াতে হবে

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৯:১৪ পিএম

বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যাংক ঋণ বাড়াতে হবে

ছবি: রূপালী বাংলাদেশ

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার বলেছেন, সাম্প্রতিক বন্যায় নদীর বাধ ভাঙনে ইদঁরের বড় ভূমিকা রয়েছে ।  ইঁদুরের গর্তে দিয়ে পানি প্রবাহিত হয়েছে। যার কারনে বাধ দ্রুত ভেঙে যায়। ফলে কৃষি জমিসহ নানা ধরনের ক্ষয়ক্ষতির সৃষ্টি  হয়। তার মধ্যে কৃষি জমি ব্যাপক ক্ষতি হয়ে ফসল উৎপাদন নষ্ট হয়ে যায়। এতে কৃষকরা  লোকসানে পড়েন। আবার  কেউ কেউ ঋণে জর্জরিত।

তাদের ক্ষতি সাধন করতে ঋণের প্রয়োজন। কৃষি বিভাগের প্রতি অনুরোধ করে বলেন, কৃষকদের ব্যাংক ঋণ  দিতে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি। এতে  স্বাভাবিকভাবে কিছুটা  ফসল উৎপাদন করতে পারবে। ইদুঁর দমন করতে জেলা উপজেলায় ব্যাপক প্রচার প্রচারণার মধ্য দিয়ে ভয়ংকর প্রাণি নিধন করা সম্ভব হবে। তাই প্রচারণা চালাতে কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তাদের  প্রতি নির্দেশনা প্রদান করেন।

আজ ২৯ অক্টোবর  দুপুরের দিকে সদর হাসপাতাল সড়কস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনী কার্যালয়র মিলনায়তনে জাতীয় ইদুঁর দমন অভিযান কর্মসূচির  আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

মুছাম্মৎ শাহীনা আক্তার বলেন, সরকারের পক্ষ থেকে যেসব প্রণোদনা আসছে; তা সঠিক ভাবে কৃষকদের মাঝে বন্টন করে দেয়া হবে। পাশাপাশি ব্যাংক ঋণের গুরুত্ব দিয়ে কৃষকের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত সম্ভব হবে।

এ সময় আলোচনা সভায় ছাত্র জনতা আন্দোলনে সকল শহীদের রক্তের অর্জিত নতুন বাংলাদেশ ফিরে পাওয়ার জন্য তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তিনি। আলোচনা সভার আগে কার্যালয় সামনে থেকে র‍্যালি বের করে সদর হাসপাতাল সড়কে ২‍‍`শ মিটার প্রদক্ষিণ করে আবার কার্যালয়ে এসে ইদুঁর নিদন অভিযান উদ্বোধনী কার্যক্রম  পরিচালনা করেন তিনি।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ফেনীর উপ-পরিচালক একরাম উদ্দিন।

সোনাগাজী উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর‍‍`র কর্মকর্তা আল আমিন শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম,  উপ-পরিচালক (বিজ উৎপাদন)  মোহাম্মদ আলী মিয়াজী, সিনিয়র সহকারী পরিচালক গোরাঙ্গ চন্দ্র সত্রূধর,  সোনাগাজী উপজেলার কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমীন আক্তার। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর‍‍`র কর্মকর্তা, কর্মচারী ও কৃষকেরা।

জানা যায়, সারা দেশে  প্রতিবছরে  ইদুঁর দমন অভিযান কর্মসূচি  পালিত হয়। এ উপলক্ষে ফেনীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে র‍্যালি আলোচনা সভা ও ইদুঁর  নিধন কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।

আরো জানায়, জাতীয় ইদুঁর দমন অভিযান উপলক্ষে  ইঁদুর নিধনের হারের বৃত্তিতে পুরষ্কার প্রদান করা হয়।  তন্মধ্যে প্রতিবছরের মতো এবারেও চট্রগ্রাম অঞ্চলে ফেনী জেলার দাগনভূঞা কৃষি অফিস, কৃষি কর্মকর্তা ও কৃষকসহ ৩ ক্যাটাগরিতে পুরষ্কার লাভ করেন ।

আরবি/জেডআর

Link copied!