বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে আব্দুল কাদের নামের এক ব্যক্তিকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা।
বুধবার ২৩ অক্টোবর উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের নয়া চানদিয়াড় গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আব্দুল কাদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আহত আব্দুল কাদের জানান, তার নিকট আত্মীয় আব্দুর রাজ্জাকের সাথে প্রতিবেশী আনোয়ার হোসেনের দীর্ঘদিন থেকে পূর্ব শক্রতা চলে আসছিল। বুধবার সকালে আনোয়ার হোসেন লোকজন নিয়ে আব্দুর রাজ্জাকের ঘরবাড়িতে হামলা চালায়। এসময় তিনি বাধা দিতে গেলে তাকে বেধড়ক পিটিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে আব্দুর রাজ্জাক, আনোয়ার হোসেন সহ ৬ জনকে আসামি করে ধুনট থানায় একটি মামলা দায়ের করেছেন।
ধুনট থানার ওসি সাইদুল ইসলাম বলেন, মামলাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :