বিউটিফিকেশন বিষয়ক যুব উন্নয়ন অধিদপ্তর কুতুবদিয়া উপজেলা কার্যালয়ের উদ্যোগে সাত দিনব্যাপী চতুর্থ ব্যাচের প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়।
কুতুবদিয়া উপজেলা পরিষদ হল রুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার ক্যথোয়াইপ্রু মারমা, সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ মাঈন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি মোহাম্মদ সাদাত হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আরমান হোসেন, বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, তথ্য আপা তাইয়েবা তানজিমা। প্রশিক্ষক বিউটিশিয়ান মর্জিনা আক্তার।
অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ মিছবাহ উদ্দীন, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কুতুবদিয়া।
প্রধান অতিথি মহোদয় বেকার যুবকদেরকে চাকরির পেছনে না ঘুরে প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্মী হওয়ার উদাত্ত আহবান জানান।
আপনার মতামত লিখুন :