সোমবার, ৩১ মার্চ, ২০২৫

গাংনীতে বোমা বিস্ফোরণে এলাকা আতঙ্কিত

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৪, ০৬:৩৭ পিএম

গাংনীতে বোমা বিস্ফোরণে এলাকা আতঙ্কিত

ছবি: সংগৃহীত

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি বাজারে দিনের বেলায়  বােমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে বিস্ফোরণে কেউ হতাহত হয়নি। বুধবার সকাল ১১টার দিকে  কড়ুইগাছি বাজারের রােকন আলীর  মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

মার্কেট মালিক রােকন আলী জানান, বাজারে আমার মার্কেট রয়েছে। মার্কেটের দােতলায় বসবাস করে আসছি।

মার্কেটের নিচতলায় একটি কক্ষে আমি ব্যবসা করি । আরাে দুটি কক্ষ দোকান হিসেবে ভাড়ায় দেওয়া হয়েছে। সকালের  দিকে লাল কস্টেপ দিয়ে মোড়ানো একটি বোমা পড়ে থাকতে দেখে ভাড়াটিয়া দোকানদার ধীরেন দাশ।  সে না বুঝেই সেটিকে লাথি মারে। লাথি মারার সাথে সাথে বিকট শব্দে বোমার বিস্ফোরণ হয় । তবে কেউ হতাহত হয়নি।

গাংনী থানার অফিসার ইনচার্জ  (ওসি) বানী ইসরাইল বােমা বিস্ফোরণের বিষয়টি  নিশ্চিত করে জানান, খবর শোনার পর পুলিশের একটিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বােমাটি কে বা কারা রেখেছিল,তা সনাক্ত করতে পুলিশ মাঠে নেমেছে।

আরবি/জেডআর

Link copied!