বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন জগতি রেলস্টেশনের ১৬২ বছর পূর্ণ হওয়ায় স্টেশনটির সংস্কারসহ বিভিন্ন দাবীতে ট্রেন আটকিয়ে বিক্ষোভ করেছে জনতা। শুক্রবার (১৫ নভেম্বর) বিকেল থেকে বেনাপোল এক্সপ্রেসটি ট্রেনটি আটকে রাখা হয়।
জানা গেছে, জগতি রেলস্টেশনের ১৬২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এদিন বিকেল চারটায় স্টেশন প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করা হয়। সভা থেকে ছয়টি দাবি জানানো হয়। পরে স্থানীয়রা ৪টা ৫৬ মিনিটে স্টেশন অতিক্রম করার সময় বেনাপোল এক্সপ্রেসটি আটকে দেন।
ছয়টি দাবি হলো- জগতি রেল-ভবনের সংস্কার করতে হবে, রেলস্টেশনকে আধুনিকায়ন করতে হবে, বাংলাদেশের প্রথম রেলস্টেশন হিসেবে এলাকাবাসীকে সব যাত্রা বা ভ্রমণের ব্যবস্থা করতে হবে, স্টেশনের টিকিট অনলাইনে কেনার ব্যবস্থা করতে হবে, রেলস্টেশনের প্রথম রেল ভবনকে প্রত্নতাত্ত্বিক মন্ত্রণালয়ের অন্তর্ভুক্ত করতে হবে এবং রেলস্টেশনের পুরোনো ভবনের ছবি অনলাইন টিকিটের সঙ্গে যুক্ত করতে হবে।
স্থানীয়রা জানান, ট্রেন থামানোর ১০ মিনিট পর থেকেই বিক্ষোভকারীদের সঙ্গে বৈঠক করছে রেল কর্তৃপক্ষ। বিষয়টি নিয়ে বেনাপোল এক্সপ্রেস ট্রেনের পরিচালক মাহবুব ইসলাম বলেন, কর্তৃপক্ষকে বিক্ষোভকারীদের দাবিগুলো জানানো হয়েছে। কর্তৃপক্ষ সেগুলো পূরণ করার আশ্বাস দিয়েছেন।
আপনার মতামত লিখুন :