মহান বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাটখোলা সীমান্তে ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) কে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার ১৬ ডিসেম্বর দুপুরে সীমান্তের ২৮১ মেইন পিলারের সাব ২ পিলারের শূন্যরেখায় বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার অসীম মারাক বিএসএফের গয়েশপুর ক্যাম্প কমান্ডার এস আই কেএম জুসিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান। বিজিবি-বিএসএফ উভয়বাহিনীর উভয় সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
হাটখোলা বিজিবি ক্যাম্প কমান্ডার অসীম মারাক বলেন, সীমান্তে দুই বাহিনীর মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে দুই দেশের বিভিন্ন ধর্মীয় ও জাতীয় উৎসবগুলোতে আমরা পরস্পর মিষ্টি ও ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি। এতে করে সীমান্তে দ্বায়িত্ব পালনে উভয় বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকে।
এ সময় গয়েশপুর ক্যাম্প কমান্ডার এসআই কেএম জুসি ভারতীয় বিএসএফের পক্ষ থেকে সকল বাংলাদেশিদেরকে বিজয় দিবসের শুভেচ্ছা জানান।
আপনার মতামত লিখুন :