আধিপত্য বিস্তার নিয়ে মাদারীপুরের কালকিনিতে দুই গ্রুপের সংঘর্ষ চলছে। সংঘর্ষে আক্তার সিকদার নামে এক ইউনিয়ন পরিষদের সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে সংঘর্ষ শুরু হয়। এসময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হন বেশ কয়েকজন।
জানা গেছে, কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নে চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সুমন ও ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আকতার শিকদারের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরে সুমন চেয়ারম্যানের লোকজন আকতার মেম্বারের ঘর জ্বালিয়ে দেয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ঘর দেখতে গ্রামে যান ইউপি সদস্য আকতার। এ সময় সুমন চেয়ারম্যানের লোকজন হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী এখনো সেখানে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পৌঁছেছে বলে জানা গেছে।
আপনার মতামত লিখুন :