ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

পানিতে ডুবে বিএম কলেজের ছাত্রের মৃত্যু

বরিশাল ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৪, ০৭:৫০ পিএম

পানিতে ডুবে বিএম কলেজের ছাত্রের মৃত্যু

ছবি: রূপালী বাংলাদেশ

দাদার স্বপ্ন ছিলো তার একমাত্র নাতীকে সেনাবাহিনীর অফিসার হিসেবে দেখা। সেই দাদার স্বপ্ন বাস্তবে রূপ দিতে কথাছিলো আগামী মার্চ মাসে সেনাবাহিনীতে চাকরির জন্য পরীক্ষার অংশগ্রহন করা। এজন্য সবার কাছ থেকে দোয়া নিতে গ্রামের বাড়িতে এসেছিলো সরকারি বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের অর্নাস তৃতীয় বর্ষের ছাত্র ফাহিম বীন ফিরোজ রাতুল।

ভাগ্যের নির্মম পরিহাসে তার সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিনত হয়েছে। সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে পাড়ি জমিয়েছে কলেজ ছাত্র রাতুল।

বৃহস্পতিবার দুপুরে বন্ধুদের সাথে বরিশালের গৌরনদী উপজেলা চত্বরের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু বরন করেছেন কলেজ ছাত্র রাতুল।

তার এ নির্মম মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মৃত্যু রাতুল গৌরনদী পৌরসভার চরগাধাতলী মহল্লার বাসিন্দা ও গৌরনদী বন্দরের পাদুকা ব্যবসায়ী টিটু ফকিরের একমাত্র ছেলে।

গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, ফাহিম বীন ফিরোজ রাতুল তার তিন বন্ধুর সাথে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে গোসল করতে নেমে অসাবধানতা বসত পুকুরের পানিতে ডুবে নিখোঁজ হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালিয়ে পুকুর থেকে রাতুলকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক রাতুলকে মৃতবলে ঘোষনা করেন।

বিপুল হোসেন আরো জানিয়েছেন, একইদিন দুপুরে গৌরনদী বাসষ্ট্যান্ড-বন্দর সড়কের নির্মানাধীন বেইলি ব্রিজের কাছে ভবনের সিড়ি ধসে নির্মাণ শ্রমিক ইব্রাহীম খান, খোকন হাওলাদার ও নিরঞ্জন হালদার আহত হয়েছে। এরমধ্যে গুরুতর অবস্থায় ইব্রাহীম খানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!