ঢাকা শনিবার, ১১ জানুয়ারি, ২০২৫

মুন্সীগঞ্জে থানা থেকে আসামি নিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:২৪ পিএম

মুন্সীগঞ্জে থানা থেকে আসামি নিয়ে গেছে বিএনপির নেতাকর্মীরা

ছবি: রূপালী বাংলাদেশ

মুন্সীগঞ্জের শ্রীনগর থানা থেকে এক মামলার এজাহার নামীয় প্রধান আসামীকে ছিনতাই করে নিয়ে গেছে বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। গতকাল শুক্রবার রাত সোয়া দশটার দিকে শ্রীনগর থানায় এই ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মো.  তারিকুল ইসলামকে শুক্রবার সন্ধ্যায় শ্রীনগর বাজার থেকে গ্রেপ্তার করে পুলিশ থানায় নিয়ে আসে। তারিকুল শ্রীনগর থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়েরকৃত ১৭ (১১)২৪ নং মামলার এজাহার নামীয় প্রধান আসামী। পরে যুবদলের সদস্য তারিকুলকে গ্রেপ্তারের খবর শুনে রাত ৯টার দিকে থানায় ছুটে আসেন শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান। তিনি তারিকুলকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরীরর উপর চাপ প্রয়োগ করেন। পরবর্তীতে শ্রীনগর উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ, যুবদল নেতা রবিন, অপু, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন, উপজেলা ছাত্রদলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইমনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় শতাধিক নেতাকর্মী থানায় এসে পুলিশকে ধাক্কা দিয়ে আসামী তারিকুলকে রুম থেকে বের করে নিয়ে যায়। মূহুর্তের মধ্যে এই ঘটনা উপজেলা ব্যাপী ছড়িয়ে পরলে ক্ষোভ সৃষ্টি হয়।

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ কাইয়ূম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পুলিশী কাজে বাধা উপেক্ষা করে এই ঘটনা ঘটানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত বল প্রয়োগ করা হলে পরিস্তিতি আরো খারাপ হতে পারতো।

শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয়। আমি আজকে সন্ধ্যা থেকে ঢাকার গেন্ডারিয়া একটি কমিউনিটি সেন্টারে দাওয়াতে ছিলাম। সেখানে নেটওয়ার্কের সমস্যা থাকার কারণে আমার ফোনে কোনো কল আসেনি। দাওয়াত থেকে বের হয়ে একাধিক কলের অ্যালার্ট পেয়ে। আমি কল দিয়ে জানতে পারি শ্রীনগর থানা থেকে আমদের যুবদলের একজন সদস্য পালিয়ে গিয়েছে। আমি আমার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছি তাকে খুঁজে থানায় দেয়ার জন্য।

আরবি/জেডআর

Link copied!