পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিএনপির সদস্য সচিব মো. মনির আকনের বিরেুদ্ধে মামলাবাজীসহ নানা অপরাধের অভিযোগ এনে তার বিচারের দাবিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। সোমবার দুপুরে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নারী-পুরুষসহ বিভিন্ন স্তরের মানুষ জাতীয় পতাকা, শহিদ আবু সাইদ, মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড নিয়ে একটি বিক্ষোভ মিছিল উপজেলা পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং স্থানীয় উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সড়কে সদস্য সচিব মনির আকনের কুশপুত্তলিকা আগুনে পুড়ে দেয়। পরে বিক্ষোভ কারীরা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে সমাবেশে মিলিত হয়।
এতে বক্তব্য রাখেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপজেলা কমিটির আহবায়ক এবং ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. কানন সিকদার, সদস্য সচিব মো. হেমায়েত হাওলাদার এবং সদস্য মো. সিদ্দিক জোমাদ্দার প্রমূখ।
বক্তবা বলেন, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যূথানের শহিদ আবু সাইদ, মুগ্ধেদের রক্ত বৃথা যেতে পারেনা, ‘অন্যায়, দুর্ণীতির বিরুদ্ধে রুখে দাড়াও ছাত্রজনতা এবং আত্মগোপনে থাকা স্থানীয় আওয়ামী লীগের নেতাদের টাকা নিয়ে দালালি করে উক্ত মনির আকন ব্যবসায়ী ও নিরিহ মানুষদের নামে ষড়যন্ত্র মূলক মামলা দিয়ে হয়রানিসহ চাঁদা আদায় ও হুমকি দামকি দিচ্ছে। তাই মানুষ অতিষ্ট হয়ে মাঠে নেমেছে। অবিলম্বে তার বিচার দাবি জানানো হয় এ সমাবেশ থেকে। অন্যথায় আরো কঠোর কর্মসূচির ঘোষনা দিবেন আন্দোলনকারীরা।
আপনার মতামত লিখুন :