জামালপুরের সরিষাবাড়ীর সীমান্তবর্তী মুনসুরনগর বামুনজানি এলাকায় বিএনপির কার্যালয় ভাংচুর করে তালা ঝুলিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
প্রতিবাদে বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে বামুনজানি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বিক্ষুব্ধ নেতাকর্মীরা বলেন, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুনসুরনগর ইউনিয়নের বামুনজানি এলাকায় স্থানীয় বিএনপির কার্যালয়ে ঢুকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা। এছাড়াও কার্যালয়ের চেয়ার, টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে দরজায় তালা ঝুলিয়ে দেয় তারা। এ ঘটনায় দোষীদের বিচার দাবি করেন তারা।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ, ইউনিয়ন যুবদলের সদস্য শফিকুল ইসলাম, ইউনিয়ন ছাত্রদলের সদস্য রেদুয়ান সরকার রিংকু, আসাদুল ইসলাম প্রমুখ।
আপনার মতামত লিখুন :