ঢাকা বুধবার, ০৪ ডিসেম্বর, ২০২৪

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ১০:৫৪ পিএম

ভারতে বাংলাদেশ হাইকমিশনে হামলা খাগড়াছড়িতে বিএনপির বিক্ষোভ

ছবি: রূপালী বাংলাদেশ

ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের আদালত সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাপলা চত্বর ঘুরে ফের আদালত সড়কে সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক মোশাররফ হোসেন ও অনিমেষ চাকমা রিংকু প্রমুখ বক্তব্যে রাখেন।

সমাবেশে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাই কমিশন কার্যালয়ে হামলার জন্য ভারতকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের কাছে ক্ষমা চাওয়ার আহবান জানিয়ে বক্তারা বলেন, আমরা গণঅভ্যুত্থান ঘটিয়েছি দিল্লির দাদাগিরি করার জন্য না। একটা সভ্য দেশের মানুষ কখনও অন্য দেশের দূতাবাসে হামলা করতে পারে না। তারা আমাদের পার্শ্ববর্তী দেশ।

বাংলাদেশের দূতাবাসে হামলা করে এক নগ্ন ইতিহাস রচনা করেছে উল্লেখ করে বক্তারা বলেন, ষড়যন্ত্র করে আর কখনো ফ্যাস্টিট শেখ হাসিনাকে বাংলাদেশে পুনর্বাসন করা যাবে না।  

বিক্ষোভ মিছিল ও সমাবেশে খাগড়াছড়ি জেলা বিএনপির কোষাধ্যক্ষ মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তালেব, খাগড়াছড়ি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, খাগড়াছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. ইব্রাহিম ও জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পী দাশ প্রমুখ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।

 

আরবি/জেডআর

Link copied!