পিরোজপুরের স্বরূপকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং পৌর বিএনপি ও এর অঙ্গ সগযোগী সংগঠনের নেতাকর্মীরা। বুধবার (১৪ আগস্ট) সকালে বিক্ষোভ মিছিলটি স্বরূপকাঠীর জগন্নাথকাঠি বন্দর থেকে শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনি উল্লেখ করে তাকে বিচারের আওতায় আনার দাবী করে বক্তব্য রাখেন স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র পৌর বিএনপির আহবায়ক মো. শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী আনিসুজ্জামান, সাবেক কাউন্সিলর মো. সাইফুল ইসলাম উজ্জল ও বিএনপি নেতা মো. লোকমান হোসেন প্রমুখ। এছাড়াও একই দাবীতে স্বরূপকাঠি উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আবুল কালাম আজাদ এর নেতৃত্বে সংগঠনটি পৃথক একটি বিক্ষোভ মিছিল করে।
আপনার মতামত লিখুন :