সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জামালপুর শহর বিএনপি।
বুধবার দুপুরে শহরের ফৌজদারী মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট ওয়ারেছ আলী মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আল মাসুদ ও জেলা যুবদলের আহবায়ক সজিব খান প্রমুখ।
এসময় বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তাদের হত্যা, হেফাজতের আলেমদের উপর সংঘঠিত গণহত্যা, বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের গুম-খুনের কথা উল্লেখ করে বক্তারা বলেন, এত এত গুম খুন করেও পুনরায় দেশকে অশান্ত করতে আওয়ামী লীগ নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এসব ষড়যন্ত্র প্রতিহত করতে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তারা।
আপনার মতামত লিখুন :