চট্টগ্রামের পটিয়ায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সমন্বয়ে প্রতিটি পূজা মন্ডপে স্বেচ্ছাসেবক টিম গঠন করার লক্ষ্যে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম।
প্রধান অতিথির বক্তব্যে খোরশেদ আলম বলেন, দেশনায়ক তারেক রহমানের দলীয় নির্দেশনা রয়েছে দুর্গাপূজা যেন শান্তিপূর্ণভাবে আয়োজন করতে পারে সেজন্য সহোযোগিতা করার। পটিয়া অসাম্প্রদায়িক একটি উপজেলা। এখানে দুর্গাপূজা ঘিরে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং ভবিষ্যতেও ঘটবে না। তারপরেও আমাদের সজাগ থাকতে হবে। উপজেলায় যতগুলো পূজামণ্ডপ থাকবে সবগুলোতে বিএনপির স্বেচ্ছাসেবক টিম থাকবে। সেই টিম সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা বিধান করবে। যদি কোথাও কোনো সমস্যা হয়, তাহলে জেলা ও উপজেলা বিএনপি তাৎক্ষণিক সেটির বিষয়ে পদক্ষেপ নেবে। পূজা মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করে সাম্প্রতিক সম্প্রীতির উদাহরণ সৃষ্টি করতে চায় বিএনপি।
উপজেলা বিএনপির এ নীতিনির্ধারক আরো বলেন, তারেক রহমান হিন্দু সম্প্রদায়ের আসন্ন দুর্গাপূজা নিয়ে খুবই সিরিয়াস। প্রত্যেক নেতাকর্মীকে খুবই সতর্কতার সঙ্গে কাজ করতে বলেছেন। পূজা উদযাপনে সর্বাত্মক সহযোগিতা দিতে তারেক রহমান নির্দেশ দিয়েছেন। পূজা সুন্দরভাবে উদযাপনে করণীয় বিষয়ে তিনি নেতাকর্মীদের দিকনির্দেশনা দিয়েছেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, পটিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ কে এম জসীম উদ্দীন, মনির আহমদ সেলিম, মঈনুল আলম ছোটন, শফিকুল ইসলাম, সাইফুদ্দিন আহমেদ, হাজী কামাল উদ্দীন, হাজী আবুল বশর সওদাগর, উপজেলা যুবদলের আহ্বায়ক ইয়াসির আরাফাত ইয়াসিন, সদস্য সচিব অহিদুল আলম চৌধুরী পিবলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওবায়দুল হক রিকু, সদস্য সচিব মোহাম্মদ জাহেদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আবু নোমান চৌধুরী, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম হোসেন নয়ন সহ উপজেলার ১৭টি ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকেরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :