বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছোট ভাই মরহুম আরাফাত রহমান কোকো`র ৫৫তম জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বাদ আছর বগুড়া শহরের বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে আরাফাত রহমান কোকো`র রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম শেষে মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা বেলায়েত আলী।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়াপার্সনের উপদেষ্টা সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা, জেলা বিএনপির সাবেক আহবায়ক সাবেক এমপি জিএম সিরাজ, জেলা বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব মোশারফ হোসেন, জেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন চান, ফজলুল বারী তালুকদার বেলাল, এম আর ইসলাম স্বাধীন, সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল।
আরও উপস্থিত ছিলেন এ্যাড. একেএম সাইফুল ইসলাম, তৌহিদুল আলম মামুন, ডা. শাহ মো. শাহজাহান, তাহাউদ্দিন নাহিন, শাহিদুজ্জামান শাকিল, ড্যাব জেলা কমিটির সাধারণ সম্পাদক ডা. ইউনুচ আলী, পরিমল চন্দ্র দাস, শামীম রেজা শামীম, শ্রমিকদল নেতা নুরুল হুদা, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাকিবুল ইসলাম শুভ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক রিগ্যান, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি সাজ্জাদুজ্জামান সিরাজ জয়, রেজাউল করিম লাবু, আহসান হাবিব মমি, আশরাফুজ্জামান প্রবাল, উজ্জ্বল হোসেন।
আপনার মতামত লিখুন :