ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫

রাজশাহী নগরীর ৭ থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

রাজশাহী ব্যুরো

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৫, ০৪:৫৬ পিএম

রাজশাহী নগরীর ৭ থানায় বিএনপির নতুন কমিটি ঘোষণা

ফাইল ছবি

রাজশাহী মহানগর বিএনপির সাতটি থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (৮ জনুয়ারি) রাতে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট এরশাদ আলী ইশা ও সদস্য সচিব মামুন অর রশিদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটির ঘোষণা করা হয়।

কমিটিতে ৩৫ জনকে আহ্বায়ক ও সদস্য সচিবসহ রাখা হয়েছে।

তথ্যনুযায়ী বোয়ালিয়া থানা (পূর্ব) শাখা বিএনপির আহ্বায়ক আশরাফুল ইসলাম নিপু এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক এবং সদস্য সচিব আলাউদ্দিন আলী।

বোয়ালিয়া থানা (পশ্চিম) শাখার আহ্বায়ক শামশুল হোসেন মিলু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক শরিফ আলী এবং সদস্য সচিব বজলুজ্জামান মোহন।

মহানগরীর মতিহার থানায় আহ্বায়ক একরাম আলী, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইফতিয়ার মাহমুদ বাবু এবং সদস্য সচিব আল মামুন বাবু।

রাজপাড়া থানা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ উল হাসান লিটন এবং সদস্য সচিব আমিনুল ইসলাম।

শাহমুখদুম থানার আহ্বায়ক সুমন সরদার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জাহিদ হাসান এবং সদস্য সচিব নাসিম খান।

চন্দ্রিমা থানা বিএনপির আহ্বায়ক হয়েছেন ফাইজুল হক ফাহি, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক টিপু সুলতান এবং সদস্য সচিব মনিরুল ইসলাম জনি।

কাশিয়াডাঙ্গ থানা বিএনপির আহ্বায়ক মাইনুল ইসলাম, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবু আলম খান উজ্জাল এবং সদস্য সচিব মজিউল আহসান হিমেল।

প্রসঙ্গত, ২০২১ সালের ১০ মার্চ রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

আরবি/এইচএম

Link copied!