ঢাকা রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

বরিশালে বাসের ধাক্কায় ববি শিক্ষার্থী নিহত

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৪, ০৯:৩৫ এএম

বরিশালে বাসের ধাক্কায় ববি শিক্ষার্থী নিহত

ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ভোলা রোডের হিরণ পয়েন্টে বাসের ধাক্কায় মাইসা ফৌজিয়া মিম নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১২ ব্যাচের এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক পার হওয়ার সময় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।

ওই শিক্ষার্থীকে তৎক্ষণাৎ বরিশাল শেরে বাংলা মেডিকেলে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মীম বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দ্বিতীয় বর্ষের অধ্যয়নরত ছিলেন। এ ঘটনার পর নিহতের সহপাঠীরা সড়ক অবরোধ বাসটিতে আগুন ধড়িয়ে দেয়। এতে প্রায় দুই ঘণ্টা বরিশাল-কুয়াকাটা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাহাত হোসেন ফয়সাল জানান, বুধবার রাত সোয়া ৯টার দিকে রাস্তা পার হওয়ার সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘নারায়নগঞ্জ ট্রাভেলস’ নামে একটি যাত্রীবাহী বাস মীমকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পরে গুরুতর জখম হয় মী

প্রত্যক্ষদর্শী রিপন জানান, মাইসা রাস্তা পার হচ্ছিল ঠিক সেই সময় নারায়ণগঞ্জ ট্রাভেলস নামে বাসটি তীব্র গতিতে এসে মাইসাকে ধাক্কা দেয়। এসয়ম তিনি রোডে ছিটকে পড়ে তার মুখ থেতলে যায় এবং মাথা ফেটে প্রচুর রক্তপাত হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বরিশাল-পটুয়াখালী মহাসড়ক অবরোধ করে পরে ঘাতক বাসটিকে আটক করে ক্যাম্পাসে নিয়ে আসে। 

আরবি/জেআই

Link copied!