ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ চার শিশুর একজনের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৪, ০৩:১২ পিএম

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ চার শিশুর একজনের মরদেহ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নারায়ণপুরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আপন ভাই-বোনসহ চার শিশু নিখোঁজ হওয়ার একদিন পর আতিক (৭) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের অষ্টআশির ঘাটের দক্ষিণে তালপট্টি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।

মরদেহ উদ্ধার হওয়া শিশু আতিক নারায়নপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের অষ্টাশির চর গ্রামের আহাদ আলীর ছেলে। এছাড়াও আহাদ আলীর নিখোঁজ হওয়া কন্যা শিশু আখি খাতুন (৯) এখনও নিখোঁজ রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর থেকে স্থানীয়রা নৌকা যোগে নিখোঁজ শিশুদের সন্ধানে অনুসন্ধান চালাতে থাকে। সকাল সাতটার দিকে
জেলা সদরের যাত্রাপুর ইউনিয়নের অষ্টআশির ঘাটের দক্ষিণে তালপট্টি এলাকায় ব্রহ্মপুত্র নদ থেকে আতিকের মরদেহ ভেসে যেতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা। 

স্থানীয় বাসিন্দা এরশাদুল জানান, শিশু আতিকের মরদেহ উদ্ধার করেছেন স্থানীয়রা। শিশুটির মরদেহ তার বাড়ীতে রাখা হয়েছে।

এর আগে বুধবার দুপুরে স্কুল ছুটির পর উদ্ধার হওয়া নিহত আতিক সহ পাচঁজন মিলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদে গোসল করতে নামে। এদের মধ্যে একজন পারে উঠতে পারলেও অপর চারজন স্রোতের টানে ডুবে যায়। পরে খবর পেয়ে স্থানীয়রা তাদের খোঁজাখুজি করে সন্ধান পায়নি।

নিখোঁজ অন্যরা হলো, ওই ইউনিয়নের একই ওয়ার্ডের  বাঘমারা গ্রামের আলম মিয়ার ছেলে জুয়েল (৭), অষ্টাশির চর গ্রামের নজরুল ইসলামের ছেলে নাজমুল হোসেন (৭)। উদ্ধার হওয়া নিহত আতিক ও তার বোন আখি খাতুন সহ চারজনই স্থানীয় ডা: মনির উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

নারায়ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, নিখোঁজ চার শিশুর মধ্যে সকালে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে বাকীদের উদ্ধারে অনুসন্ধান চালাচ্ছে।

আরবি/জেডআর

Link copied!