বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০১:৩৯ পিএম

মহাসড়কের পাশের ঝোঁপ থেকে প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৪, ০১:৩৯ পিএম

মহাসড়কের পাশের ঝোঁপ থেকে প্রাইভেটকার চালকের লাশ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে মোহাম্মদ হানিফ (৬০) নামের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

২৫ অক্টোবর শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি গ্রাম সংলগ্ন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের ঝোঁপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত হানিফ লক্ষীপুর জেলার রায়পুর থানার কেরোয়া গ্রামের মৃত মো. কেরামত আলীর ছেলে। পেশায় তিনি একজন ড্রাইভার। বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারী।

সরেজমিনে স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সোনারগাঁ উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পিরোজপুর ইউনিয়নের এ এলাকায় প্রায়ই ডাকাতি ও ছিনতাই এর ঘটনা ঘটে থাকে। বিশেষ করে বিদেশ ফেরত লোকদের গাড়িতেই এ ধরনের ডাকাতি ও ছিনতাই হয় কিন্তু হত্যার মতো ঘটনা এর আগে কখনো ঘটেনি।

ঘটনাস্থল দেখে ধারনা করা হয় দুর্বৃত্তদের সঙ্গে ড্রাইভারের অনেক ধস্তাধস্তি হয়েছে। এ সময় ঘটনাস্থলের পাশেই একটি বাটন মোবাইল ও দুই পায়ের দুটি স্যান্ডেল পাওয়া যায়। ঘটনাস্থল থেকে পাওয়া বাটন মোবাইলের কল রিসিব করে লোকজন নিহত ব্যক্তির নাম-পরিচয় জানতে পারে। ঐ মোবাইলে কথা বলে নিহত মোঃ হানিফ এর শ্যালক রাশেদ জানায়, নিহত হানিফ একজন ড্রাইভার। সে গাড়িটি ভাড়া নিয়ে চালাতেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের শেষ কথা হয়। মো. হানিফ এয়ারপোর্ট থেকে ঢাকা মেট্রো-গ ২৫-৪৭৭১ নাম্বারের ও ২০০৮ মডেলের সাদা এলিয়েন গাড়ি দিয়ে বিদেশ ফেরত যাত্রী নিয়ে নোয়াখালী যাওয়ার কথা ছিল।

নিহতের স্ত্রী রেশমা আক্তার (৪৫) জানান, তার স্বামী একজন ড্রাইভার। ভাড়ায় নিয়ে সে এলিয়েন নামের একটি প্রাইভেট কার চালাতো। বৃহস্পতিবার বিকেলে উবার কলের মাধ্যমে কুমিল্লা থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রী নিয়ে আসার জন্য বাসা থেকে রওনা হন। বাসায় ফিরে না আসলে রাত ১১ টার পর তার স্বামীকে কল দিলে তাকে জানান যাত্রী নিয়ে সে সোনারগাঁয়ের কাঁচপুর ব্রিজে জ্যামে আছে। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরে সকালে স্থানীয় হাইওয়ে পুলিশের মাধ্যমে তার স্বামীর লাশ পাওয়া গেছে খবর শুনতে পেয়ে ঘটনা স্থলে এসে দেখে মহাসড়কের পাশের একটি ঝোপে ক্ষতবিক্ষত লাশ পড়ে আছে৷ 

প্রাথমিকভাবে তিনি অভিযোগ করে জানান, তার স্বামীর মোবাইল চেক করলেই জানা যাবে কে বা কাহারা তার স্বামীকে এয়ারপোর্ট থেকে নিয়ে এসেছে এবং হত্যা করে তার ব্যবহৃত প্রাইভেট কারটি ছিনিয়ে নিয়ে গেছে।

নিহতের ভাগিনা বাহারউদ্দিন মিয়া (৪২) জানান, স্থানীয় হাইওয়ে সার্জেন্ট অপুল‍‍`র মোবাইল ফোনের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হোন। পরে লাশটি দেখে নিহত ব্যক্তি তার মামা হয় বলে নিশ্চিত করেন৷ 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী জানান, ধারনা করা হচ্ছে গত রাতে কোন এক সময় হানিফকে কুপিয়ে হত্যার পর গাড়িটি ছিনিয়ে নিয়েছে ডাকাত দল। নিহত হানিফের স্ত্রী রহিমা আক্তার, দুই ছেলে ও তার পরিবারের লোকজন ঘটনাস্থলে আসার পর সকাল ১০ টার সময় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

আরবি/জেডআর

Link copied!