ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

২ দিন পর যমুনা নদীর তলদেশ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৪, ০৫:৩০ পিএম

২ দিন পর যমুনা নদীর তলদেশ থেকে শিক্ষার্থীর লাশ উদ্ধার

ছবি: রূপালী বাংলাদেশ

সিরাজগঞ্জে যমুনা নদীতে গোসল করতে নেমে এক স্কুল শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনার দুইদিন অভিযানের পর যমুনা নদী থেকে শিক্ষার্থী জিহাদের লাশ উদ্ধার করা হয়েছে। সকাল সাড়ে নয়টার দিকে সিরাজগঞ্জের ৩ নম্বর ক্রসবার বাঁধ এলাকার যমুনা নদীর তলদেশ থেকে তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস ও রাজশাহীর ডুবুরি দল।

নিহত শিক্ষার্থী জিহাদ সিরাজগঞ্জ পৌর এলাকার বাগানবাড়ী মহল্লার জুয়েল হোসেনের ছেলে।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. আতাউর রহমান জানান, গত শুক্রবার (২৫ অক্টোবর) দুপুরে শহরের হোসেনপুর বাগানবাড়ী এলাকার জুয়েল হোসেন  এর পুত্র সবুজ কানন স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদ সহ ৫/৬ জন ৩ নম্বর ক্রসবার বাঁধ  এলাকায় ফুটবল খেলা শেষে যমুনা নদীতে গোসল করতে নামে। এসময় নদীর তীব্র স্রোতে জিহাদসহ ৩ জন ভেসে যায়। ২ জন কে স্থানীয়রা টেনে পাড়ে তুললেও পানিতে তলিয়ে যায় জিহাদ। খবর পেয়ে স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিকভাবে নৌকা নিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। কিন্তু কোথাও পাওয়া যায় নি। অবশেষে ২দিন অভিযানের পর যমুনার তলদেশ থেকে জিহাদের লাশ উদ্ধার করা হয়েছে। জিহাদের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!