ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪

আগরতলা আগ্রাসনে ভারতকে চ্যালেঞ্জ করলো বগুড়া

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২৪, ০৮:১০ পিএম

আগরতলা আগ্রাসনে ভারতকে চ্যালেঞ্জ করলো বগুড়া

ছবি: রূপালী বাংলাদেশ

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা, ভাঙচুর, জাতীয় পতাকা অবমাননা এবং অবৈধ আগ্রাসনের বিরুদ্ধে বগুড়ায় বিক্ষোভ করা হয়েছে। প্রতিবাদ জানিয়ে ভারতকে সতর্ক করাসহ প্রতিহত করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বগুড়া শহরের সাতমাথায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি। বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি সার্জেন্ট (অব.) ফারুক আহম্মেদ, কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি সৈনিক (অব.) সাজেদুর রহমান মোহন, বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক লেন্স কর্পোরাল (অব.) রানা সরকার, সিনিয়র ওয়ারেন্ট কর্মকর্তা মোহাম্মদ রবিউল হাসান, সার্জেন্ট রেজাউল ইসলাম, সার্জেন্ট আবুল কালাম প্রমুখ।

বক্তারা বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারি হাইকমিশনে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননা কিছুতেই মেনে নেয়া যায় না। বাংলাদেশের সনাতনীদের নিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্র ও অপপ্রচার করা হচ্ছে। মিথ্যাচার ষড়যন্ত্র প্রতিহত করা হবে। ভারতে বাংলাদেশের হাই কমিশনে ন্যাক্কারজনক হামলার নিন্দা জানিয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যরা। 


 

আরবি/জেডআর

Link copied!