চাঁপাইনবাবগঞ্জের কিরনগঞ্জ সীমান্তে ভারতীয় ও বাংলাদেশিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে চৌকা-কিরণগঞ্জ সীমান্তে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্র এসেছে। এমন পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
শনিবার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে লাগা সংঘর্ষের এই পরিস্থিতি বিকেল সাড়ে ৪টার পর নিয়ন্ত্রণে আসে। পতাকা বৈঠকের মাধ্যমে সমস্যা সমাধানে কাজ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)- ভারতীয় সীমান্ত বাহিনী (বিএসএফ)। বিজিবির কড়া প্রতিবাদের মুখে বিএসএফ পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে।
বিজিবি জানায়, সকালে কিরণগঞ্জ সীমান্তের ভারতীয় অংশে জমি থেকে গম কেটে নেয়ার অভিযোগ করে দেশটির বাসিন্দারা। এ সময় ভারতের সীমান্তরক্ষীরা কয়েকজন বাংলাদেশিকে আটক করতে গেলে বাধা দেয় গ্রামবাসী।
আরও পড়ুন: ফের সীমান্তে দফায় দফায় সংঘর্ঘ, ধাওয়া-পাল্টাধাওয়া
এই নিয়ে শুরু হয় দু`দেশের সীমান্তবাসিদের উত্তেজনা। এসময় ভারত অংশ থেকে ককটেল, টিয়ারগ্যাস ছোড়া হয়। এতে বেশকয়েকজন আহত হন।
খবর পেয়ে বিজিবি গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে বিএসএফের সঙ্গে যোগাযোগ শুরু করে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা বিরাজ করছে।
আপনার মতামত লিখুন :