ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নে প্রীতি ফুটবল টুর্নামেন্টে দুপক্ষের মধ্যে ফাউল নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এতে জহিরুল ইসলাম (৪০) নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার সন্ধ্যার দিকে স্থানীয় কালীদহ বাজারে এ ঘটনাটি ঘটে। আহত জহিরুল কালীদহ বাজারের একটি হার্ডওয়ার দোকানের মালিক। তিনি ওই এলাকার আবুল হাসেমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, গত শুক্রবার বিকেলে কালীদহ হাইস্কুল মাঠে দক্ষিণ মাইজবাড়িয়া বনাম কালীদহ এর যুবকদের একটি প্রীতি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়। খেলার এক পর্যায়ে মাঠের মধ্যে দুই পক্ষের দুইজন খেলোয়াড়ের ফাউল (লেংমারা) করার ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এতে কয়েকজন আহত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সন্ধ্যায় দক্ষিণ মাইজবাড়িয়া এলাকার যুবকরা কয়েকটি মোটরসাইকেল যোগে অস্ত্রশস্ত্র নিয়ে কালীদহ বাজারে এসে হৈচৈ শুরু করে।
এ সময় বাজারের হার্ডওয়ার ব্যবসায়ী জহিরুল ইসলাম তাদের কাছে হৈচৈ করার কারণ জানতে চাইলে কেবা কারা তাকে গুলি করলে তার কোমরে লাগে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে প্রথমে ফেনী সদর জেনারেল হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা।
ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা জানান, কালীদহে ফুটবল খেলাকে কেন্দ্র করে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে শুনেছি। বিস্তারিত জানতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আপনার মতামত লিখুন :