ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৫, ১২:৫৮ পিএম

ভারতে অনুপ্রবেশের অভিযোগে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিএসএফ

ছবি: সংগৃহীত

ভারতে অনুপ্রবেশের সময় এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে দেশটির সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী সীমান্তে মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। তবে আটক ব্যক্তির নাম ও পরিচয় এখনও জানা যায়নি।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মদ জানিয়েছেন, বিএসএফ ওই ব্যক্তিকে ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক করেছে। বর্তমানে তাকে ফেরত আনার জন্য বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

স্থানীয়রা জানায়, বেশ কিছুদিন ধরে ওই ব্যক্তিকে আমজানখোর ইউনিয়নের হরিণমারী হাটসহ বিভিন্ন স্থানে দেখা গেছে, তবে তিনি তার নাম-ঠিকানা বলতে পারেননি। স্থানীয়দের ধারণা, তিনি মানসিক ভারসাম্যহীন।

আরবি/জেডআর

Link copied!