ঢাকা সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫

সীমান্তে আটকের পর মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৫, ০৭:৪২ পিএম

সীমান্তে আটকের পর মা-ছেলেকে ফেরত দিয়েছে বিএসএফ

ছবি: রূপালী বাংলাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জের চান্দেরহাট সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার সময় বিএসএফ এর হাতে আটক হওয়া মা ও ছেলেকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে  বিএসএফ। রোববার সকালে মা ও ছেলেকে আদঅরতে সোপর্দ করেছে পুলিশ।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের পশ্চিম ভবানীপুর এলাকায় সীমান্তের জিরো লাইনে বিজিবি এবং বিএসএফ‍‍`র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বাংলাদেশে ফেরত আনা হয়। পরে মা ও ছেলেকে রাত ৮টায় পীরগঞ্জ থানা পুলিশের নিকট সোপর্দ করে বিজিবি।

চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মনির উদ্দীন জানান, শনিবার সকালে পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দের হাট সীমান্তের ৩৩৩/২-এস পিলার এলাকা দিয়ে পাশ্ববর্তী রানীশংকৈল উপজেলার বাচোর ইউনিয়নের মাধবপুর গ্রামের নিরলা রানী (৪৪) এবং তার ছেলে আকাশ রায় (২২) অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ওই সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের আটক করে। বিষয়টি জানার পর আটক মা ও ছেলেকে ফেরত চায় বিজিবি।

পরে একইদিন বিকেলে চান্দের হাট বিজিবি এবং ভারতের চকসিবানন্দ ক্যাম্পের বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর বিএসএফ আটক মা ও ছেলেকে বিজিবির কাছে হস্তান্তর করেন।

এ সময় বৈঠকে উপস্থিত ছিলেন, চান্দেরহাট বিজিবি ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার মনির উদ্দীন, বিএসএফ এর পক্ষে ইন্সপেক্টর শরৎ চক্রবর্তী।

অবৈধভাবে ভারতে প্রবেশের অপরাধে বিজিবির পক্ষ থেকে মা ও ছেলের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম। রোববার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়।
 

আরবি/জেডআর

Link copied!