ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

ডাকাতির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৪, ০৮:১৮ পিএম

ডাকাতির সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ৪

ছবি: রূপালী বাংলাদেশ

কয়েকজন নাইটগার্ডের হাত-পা বেধে অস্ত্রের মুখে জিম্মি করে লুটের ঘটনায় ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বগুড়া সদর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম, ড্রাম ট্রাক, দেশীয় অস্ত্র ও লুন্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার বিএন এম আবুল হাশেম সবুজ জানান, গত বুধবার রাতে সাউথইস্ট ব্যাংক লিমিটেড পিএলসি‍‍`র জেএন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাঁচজন নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতদল। এরপর অটো রাইচ মিল থেকে সাতটি ব্যাটারি, একটি ট্রান্সফরমার, একটি রাউটার, তিনলাখ টাকা মূল্যের তামার তার, নিরাপত্তা প্রহরীদের নগদ টাকা, তিনটি বাটন মোবাইল, ছয়টি স্মার্ট মোবাইলসহ ১৯ লাখ ৭৮ হাজার ৯শ টাকার মালামাল লুট করে। একটি ট্রাকে লুণ্ঠিত মালামাল ভর্তি করে বগুড়ার দিকে রওনা দেয়। 

র‍্যাব জানায়, লুণ্ঠিত মালামাল ও ডাকাতদল ধরতে অভিযান চালানো হয়। দু‍‍`ঘন্টার ব্যবধানে গত বৃহস্পতিবার বগুড়া সদর উপজেলার কমলপুরস্থ একটি ফিলিং স্টেশনের সামনে সড়ক এলাকা থেকে সংঘবদ্ধ চক্রের চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা-বগুড়া সদর উপজেলার আরজি নওগাঁ মধ্যপাড়ার মৃত হাজের আলীর ছেলে বিপ্লব হোসেন (৩০), বগুড়া সদর উপজেলার চক-মুক্তার এলাকার মৃত ইনছের আলীর ছেলে আজাদ হোসেন (৭২), আদমদীঘি উপজেলার উপর-পৌতা এলাকার আব্দুল জলিলের ছেলে সুমন হোসেন (২৯) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আব্দুল্লাপুর মৃধাপাড়ার তোফাজ্জল ফকিরের ছেলে মিন্টু ফকির (৪০)। 

আরবি/জেডআর

Link copied!