ঢাকা বুধবার, ০১ জানুয়ারি, ২০২৫

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৬

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২৪, ১২:৫৫ পিএম

শেরপুরে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শেরপুরের তিন নারীসহ ৬ জন নিহত হয়েছেন। নিহতদের সকলেই সিএনজির যাত্রী ছিল বলে জানা গেছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি।

রোববার (২৯ ডিসেম্বর) শেরপুরের ঘাটশালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, শেরপুর অভিমুখে যাচ্ছিল দুর্ঘটনাকবলিত সিএনজিচালিত অটোরিকশাটি। আর ঢাকাগামী রিফাত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে উল্টো পথ থেকে আসছিল। এসময় ঘাটশালা এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয় এই দুই পরিবহনের।

এ ঘটনায় সিএনজির চালকসহ সকলেই মারা গেছেন। নিহতদের মধ্যে তিনজন নারী ও তিনজন পুরুষ।

ইতোমধ্যে ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে মরদেহগুলো সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটিও সড়ক থেকে সরানো হয়েছে। 

আরবি/এফআই

Link copied!