ঢাকা শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

৫ আগস্টকে কাজে লাগিয়ে সবাইকে কাজ করার আহবান

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৫:৫১ পিএম

৫ আগস্টকে কাজে লাগিয়ে সবাইকে কাজ করার আহবান

ছবি: রূপালী বাংলাদেশ

গত ৫ আগস্টকে যথাযথ ভাবে কাজে লাগিয়ে সবাইকে কাজ করার আহবান জানিয়েছেন সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। শনিবার বিকালে রাঙামাটি শহরের অদূরে অবস্থিত মনোঘর আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানটির ৫০বছর সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা আরো বলেন, আমাদর দেওয়ার কিছুই নেই দিয়ে গেলাম চিন্তাটা। তাই চিন্তা টা সবাই ধরে রাখবেন। মনোঘর শিক্ষাপ্রতিষ্ঠানকে কি ভাবে ধরা রাখার যায় সে চেষ্টা করতে হবে। এখান থেকে ভাল কিন্তু বের হয়ে দেশ ও জাতিকে উপকার করতে হবে। সমাজ ও দেশকে নিয়ে সবার চিন্তা করতে হবে। আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে বলতে হবে যে আমারও কথা বলা ও কিছু করার অধিকার আছে। পড়া লেখা শেষ করে উচ্চ পর্যায়ে গিয়ে মেইন স্টিমের সাথে থাকলে আমরা সহজে এক সাথে এগিয়ে যেতে পারবো। পার্বত্য চট্টগ্রামকে ডেভেলপ করতে অন্তর্বর্তীকালিন সরকার আন্তরিক।

শিক্ষাঅনুরাগী ও মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,রাঙামাটি রিজিয়ন কমান্ডার  ব্রিগেডিয়ার জেনারেল শওকত ওসমান, রাঙামাটির পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান (যুগ্ন সচিব) রিপন চাকমাসহ আরো অনেকে।

বক্তারা বলেন, পাহাড়ের এক কোণে বিগত ৫০ বছরের এই শিক্ষাপ্রতিষ্ঠান অনেক সুনাম অর্জন করেছে। এই প্রতিষ্ঠানের মধ্য দিয়ে আজ অনেক সুনাগরিক গঠন করাহয়েছে। এই প্রতিষ্ঠানে পড়াশুনা করে অনেকে হয়েছেন রাজনীতিবিদ, সরকারী উচ্চ পর্যায়ের কর্মকর্তা, কবি সাহিত্যিক এবং দেশ বিদেশে শিক্ষাবিদ ও বড় বড় ব্যবসায়িক। মনোঘর শিক্ষা প্রতিষ্ঠানের অনেক কৃতিত্ব রয়েছে দেশে ও বিদেশে।

আরবি/জেডআর

Link copied!