ছাত্র রাজনীতির প্রভাবমূক্ত থাকবে কলেজ ক্যাম্পাস। আর এতে সাধারণ ছাত্রদের স্বার্থসংরক্ষণে তাদের পাশে থেকে কাজ করবে ছাত্রদল।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে লালমনিরহাট সরকারি কলেজ মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা নিয়ে ছাত্র ছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভায় ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক শ্যামল মালুম এসব কথা বলেন।
এসময় স্থানীয় সাংবাদিকেদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবংঙ্গের সন্তান। বিএনপি ক্ষমতায় এলে উত্তরবংঙ্গের সঙ্গে কোন বৈষম্য থাকবে না। তিনি বলেন যাদের ছাত্রত্ব আছে তারাই ছাত্রদলের রাজনীতির হাল ধরবে। ছাত্রদল এমন কোন কাজ করবে না যাতে ক্যাম্পাসের শৃঙ্খলার বিঘ্ন ঘটে। পরে তিনি বর্তমান সময়ে ছাত্রদের করনীয় বিষয়ে দিকনির্দেশনা দেন। শেষে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পাঠানো দুইটি ফুটবল ছাত্রদের উপহার দেন।
এসময় লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আবদুল্লাহ আল মামুন, সদস্য সচিব তৌফিক হাসান শাউন, যুগ্ম সদস্য সচিব মাসুদ রানা, পৌর ছাত্রদলের আহবায়ক নাহিদ হাসান নির্ঝর সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের দফাগুলোর মধ্যে রয়েছে, জনগণের গণতান্ত্রিক পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে সংবিধান কমিশন গঠন। সম্প্রীতিমূলক রাষ্ট্রসত্ত্বা জাতীয় সমন্বয় কমিশন গঠন।
অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচনকালীন দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুন:প্রবর্তন। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের সময়সীমা অনুর্ধ্ব পরপর দুই মেয়াদ নির্ধারনসহ ৩১ দফা দাবী তোলেন।
আপনার মতামত লিখুন :