কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ গোবিন্দপুর গ্রামের দিনমজুর জসিম উদ্দিনের স্ত্রী ঝরনা আক্তার। বয়স ৪৫ এর কাছাকাছি। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। নিজের স্বামী ও পরিবারের যে অর্থ ছিলো তা দিয়ে কিছুদিন চিকিৎসা চললেও বর্তমানে অর্থের অভাবে চিকিৎসা বন্ধ আছে তার।
শুক্রবার সরেজমিনে কথা হয় তার স্বামী জসিম উদ্দিনের সাথে৷ তিনি জানান, এর আগে ধার দেনা ও এলাকাবাসীর সহায়তায় ৩টি থেরাপি দেওয়া হলেও আগামী জানুয়ারি মাসের ৯ তারিখ থেকে আরেকটি থেরাপি দেওয়ার তারিখ থাকলেও টাকা না থাকায় তা অনিশ্চিত হয়ে পড়েছে। এছাড়াও তাঁর এক দৃষ্টি প্রতিবন্ধী ২০ বছর বয়সী অবিবাহিত যুবতী মেয়ে রয়েছে।
জানা গেছে, স্বামীর সংসার হতদরিদ্র হওয়ায় ঝরনা খেয়ে না খেয়ে জীবিকা নির্বাহ করে থাকেন। তাঁর কোন সহায় সম্বল নেই। মাত্র এক শতাংশ জায়গার দুচালা ভাঙ্গাচোরা টিনের ঘরে বসবাস করেন তিনি,যা বসবাসের অযোগ্য। কিন্তু গত ৯ মাস ধরে তিনি জরায়ু মুখের ক্যান্সারের সাথে লড়াই করছেন। ঝরনা আক্তার রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চান। সংসারে একমাত্র মেয়ে দৃষ্টি প্রতিবন্ধী খাদিজা আক্তার (২০)। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে ঝরনা আক্তার সংসারে কাজ করতে পারছেন না। ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মিলাতে পারছে না। যার কারণে তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান।
ঝরনা আক্তার জানান, ‘দীর্ঘ ৯ মাস ধরে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। ঝরনা আক্তারের স্বামী দিন মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর তিনি কাজ করতে পারছেন না। এলাকার স্থানীয় লোকজন সাহায্য-সহযোগিতায় কোনভাবে চিকিৎসার ব্যয় বহন করছেন। স্থানীয়দের সহযোগিতা ক্যান্সার চিকিৎসা অনেক ব্যয়বহুল হওয়ার পূর্ণাঙ্গ চিকিৎসা করা সম্ভব হচ্ছে না।
তিনি জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞ তত্বাবধানে তার চিকিৎসা করছেন। ৬টি থেরাপির মধ্যে তিনটি সম্পূর্ণ হয়েছে। আরও তিনটি থেরাপি বাকি রয়েছে।’
বাকি থেরাপি চিকিৎসার জন্য ঝরনা আক্তার, ও স্বামী দিনমজুর জসিম উদ্দিন বিত্তশালীদের সহযোগিতা চেয়েছেন। যদি কোন বিত্তবান হতদরিদ্র ঝরনা আক্তারকে সাহায্য করেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব। রোগীর বিকাশ একাউন্ট নম্বর দেয়া হলো: (০১৬৪২০৬৫০৩৫)।
এ ব্যপারে হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী নাহিদ ইভা বলেন, জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত ঝরনা আক্তারের স্বামী সহ আমার সাথে যোগাযোগ করেছেন। আমি বলেছি সমাজসেবা অধিদপ্তর থেকে সরকার ক্যান্সার আক্রান্তদের ৫০ হাজার টাকা সহায়তা দেয়। ঝরনা আক্তার আবেদন করলে। সার্বিক সহযোগিতা করবেন বলে জানান তিনি।
আপনার মতামত লিখুন :