ঢাকা বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

জয়পুরহাটে শেখ হাসিনা-কাদেরসহ ১২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৪, ০৫:০০ পিএম

জয়পুরহাটে শেখ হাসিনা-কাদেরসহ ১২৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

ছবি: রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের সময় ৪ আগস্ট জয়পুরহাটে আন্দোলনরত শিক্ষার্থী নজিবুল সরকার বিশাল নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী ও আ.লীগ সভাপতি শেখ হাসিনাসহ, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাংগঠনিক সম্পাদক সাবেক হুইপ ও জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, ১ আসনের সাবেক এমপি এ্যাড. শামসুল আলম দুদুসহ ১২৮ জনের নামে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

১২৮ জন আসামির মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাসহ জনপ্রতিনিরা রয়েছেন।

রবিবার (১৮ আগস্ট) দুপুরে নিহত বিশালের বাবা মুজিদুল সরকার বাদী হয়ে জয়পুরহাট সদর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। 

মামলাটি বিজ্ঞ আদালতের বিচারক আতিকুর রহমান এজাহার হিসেবে গণ্য করার জন্য সদর থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন। 

এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের মামলার ফাইলিং আইনজীবী এ্যাড. আব্দুল মোমেন ফকির।

আরবি/জেডআর

Link copied!