বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৪:০১ পিএম

নেত্রকোণায় আ.লীগের সাবেক এমপিসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

নেত্রকোণা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৪, ০৪:০১ পিএম

নেত্রকোণায় আ.লীগের সাবেক এমপিসহ ৪৬ জনের বিরুদ্ধে মামলা

ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোণার পূর্বধলায় বিএনপি নেতা এরশাদ আলী খন্দকার হত্যা ও বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর  হামলার ঘটনায় দুই টি মামলায় ৪৬ জনকে আসামি করে  আওয়ামী লীগের  নেতাকর্মীর বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। এবং হত্যা মামলায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত এরশাদ আলী উপজেলার নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও নরনায়ণপুর গ্রামের বাসিন্দা ছিলেন।

হত্যা মামলাটিতে সাবেক সাংসদ, সাবেক উপজেলা চেয়ারম্যান, বর্তমান দুই ইউপি চেয়ারম্যান, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি, সাংসদের দুই ব্যক্তিগত সহকারীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২১ নেতাকর্মীর নাম উল্লেখ রয়েছে।

গ্রেপ্তারকৃত বেলায়েত হোসেন খান (৭০) উপজেলার ইয়ারন গ্রামের মৃত আব্দুল জব্বার খানের ছেলে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা এবং এই হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।

শনিবার রাতে নিহতের স্ত্রী সুফিয়া খাতুন বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। এজাহারে সাবেক সাংসদসহ ২১ জনের নাম উল্লেখ এবং ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার  আসামিরা হলেন-নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক (৭০), সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন (৪৮), শফিকুল ইসলাম শফিক (৪৫), মাসুদ আলম টিপু (৫৫), কমল সরকার (৫০), হাসান (৫০), নূরুল আমিন (৫০), আব্দুল কুদ্দুছ বেপারী (৫৫), মো. খোকন মিয়া (৪৫), শাহজাহান কবীর (৪৪), ইসলাম উদ্দিন (৫৭), সাহজাত হোসেন সাজ্জাত (৫৯), জাহাঙ্গীর (৩৫), মো. আল উছমান বেপারী (৬৯), মো. রফি বেপারী (৪০), রমজান (৪০), সজুত খান (৫০), লাল মিয়া (৫২), ফেরদৌস (৪০), এবং উজ্জ্বল (৪০)।

২০১৮ সালের ২২ ডিসেম্বর বিকালে পূর্বধলার নারান্দিয়ায় দলীয় বিরোধের জের ধরে নিজ গ্রামে জনৈক রতন খন্দকারের বাড়ির সামনে এই মামলার আসামিরা এরশাদ আলী খন্দকারকে বেধড়ক মারধর করে। এ সময় ঘটনাস্থলেই মারা যান এরশাদ আলী খন্দকার।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫জনকে আসামী করে পূর্বধলা থানায় আরও একটি মামলা করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) রাতে নেত্রকোণা এন আকন্দ কামিল মাদ্রাসার অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র তানজির আহমেদ মাহমুদ বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন।

মামলায় গৌরীপুর ও পূর্বধলা উপজেলা আওয়ামিলীগের  ২৫জনের নামসহ এবং অজ্ঞাত ১০/১৫ জনকে আসামি করা হয়।

মামলার  বিবরণে জানা গেছে, গত ৪ আগস্ট  দুপুরে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের জালশুকা-শ্যামগঞ্জ বাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলা করে। এ সময় তাদেরকে পিটিয়ে ও কুপিয়ে গুরতর আহত করে।

মামলার আসামীরা হলেন, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা (স্টেশন রোড) এলাকার সেকান্দর আলীর ছেলে মো. মারিয়াম সোহান (২৯), একই এলাকার আমিন মোড়লের ছেলে হিরা মোড়ল (৩৫), বারুল মিয়ার ছেলে আবুল বাশার (২৮),সেকান্দর আলীর ছেলে আলী আহাদ জয় (২২), আনোয়ার হোসেনের ছেলে, সাজ্জাদ হোসেন অপূর্ব(২৬), সেকান্দর আলীর ছেলে রনি (২১), দেলোয়ার হোসেনের ছেলে মনুজ চেয়ারম্যান (৪৩) ও পূর্বধলা উপজেলার ধলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে সাহাদত হোসেন (২০), গোহালাকান্দা গ্রামের মহিন তালুকদারের ছেলে এরশাদ তালুকদার (৩৪), একই গ্রামের কালাম তালুকদারের ছেলে কাইয়্যুম তালুকদার (২২), আবু তাহের তালুকদার (২৪), আবুল কাশেমের ছেলে বাবু (৩৬), মানিকদি গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে রাসেল (২৩), দেওটুকোণ গ্রামের কাশেম মিয়ার ছেলে কাজল মিয়া (৩৮), কালডোয়ার গ্রামের মৃত আ. খালেকের ছেলে আকাইদুল ইসলাম রুমান (৩২), পূর্বধলা (হাসপাতাল রোড) এলাকার মুকল কায়সার আকন্দ (২৬), পূর্বধলা (রাজপাড়া) এলাকার আবুল কাশেমের ছেলে হৃদয় খান নাইম (১৮), আব্দুল আজিজের ছেলে মো. সাজ্জাদ (৩৮), নূরুল আমীনের ছেলে হেদায়েতুল্লাহ সিয়াম (২১), নারায়নডহর গ্রামের আব্দুল কাদের তালুকদারের ছেলে কালাম তালুকদার (৫০), পূর্বধলা (আমতলা) এলাকার মৃত ফজলু মাস্টারের ছেলে শহিদুল ইসলাম আঙ্গুর (৪৩), মেঘশিমূল গ্রামের রবির ছেলে মনি (২১), পূর্বধলা (কুমারখালী) এলাকার আব্দুল মোতালেবের ছেলে বাদশা (২৮), বাদে পুটিকা গ্রামের মো রানা (৩০) ও বড়রুহি গ্রামের রিয়াদ মোহাম্মদ নাঈম (৪৫)সহ অজ্ঞাত ১০/১৫ জন।

পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রিয়াদ মাহমুদ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুটি মামলা হয়েছে হত্যা মামলায় ২১ জনকে আসামি করা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ২৫ জনকে আসামি করা হয়েছে, হত্যা মামলার একজন কে  গ্রেফতার করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!