ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

আদমদীঘিতে বিএনপি অফিসে হামলায় ৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৪, ০৯:৫১ পিএম

আদমদীঘিতে বিএনপি অফিসে হামলায় ৫৩ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১

ছবি: রূপালী বাংলাদেশ

বগুড়ার আদমদীঘির চাঁপাপুর ইউনিয়নে বিএনপির একটি ওয়ার্ড অফিসে হামলা শহিদ জিয়াউর রহমান, বেগম জিয়া, তারেক রহমানের ছবি ভাংচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে লিটন, মেজবাউল, চঞ্চল, হায়াত সরকার, রেজাউল, মোজাফ্ফর, বাচ্চু মিয়া, আলেফ উদ্দিনসহ ৫৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১৫০ জনের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি সংক্রান্ত মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দিবাগত রাতে আদমদীঘি উপজেলার কাঞ্চনপুর গ্রামের মোজাম্মেল হক সরকারের ছেলে চাঁপাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ হোসেন সরকার বাদি হয়ে এই মামলা দায়ের করেন।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পুলিশ এজাহারভুক্ত ৪২ নম্বর আসামি আদমদীঘির বড়িয়াবার্তা গ্রামের তুমিজ উদ্দিনের ছেলে বাচ্চু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মামলা সুত্রে জানায়ায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউপির কয়াকঞ্চি গ্রামস্থ বিএনপির স্থায়ী পাটি অফিসে গত বুধবার (২৫ ডিসেম্বর) দিবাগত রাত দেড় টায় আসামী লিটন, মেজবাউল, চঞ্চল, হায়াত সরকার, রেজাউল, মোজাফ্ফরসহ এজাহারনামীয় আসামিরা বেআইনী জনতায় দলবদ্ধ ও দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কয়াকঞ্চি গ্রামস্থ উক্ত বিএনপির অফিসে অতর্কিত
ভাবে হামলা চালিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি ভাংচুর ও পদদলীত করে একাধিক
ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে।

মামলার তদন্তকারি থানার উপ পরিদর্শক আনিছুর রহমান জানান, শনিবার সকালে এ মামলায় বাচ্চু মিয়াকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে।

আরবি/জেডআর

Link copied!