চট্রগ্রামে রাউজান থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাসসহ ৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ৩০ লাখ টাকা চাঁদা না পেয়ে চিকিৎসককে অপহরণের অভিযোগে এ মামলা করেন ভুক্তভোগী নিজেই।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী চিকিৎসক জাহাঙ্গীর আলম। মামলাটি এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য রাউজান থানার পুলিশকে নির্দেশ দেন আদালত।
মামলার আসামিরা হলেন- রাউজান থানার সাবেক এসআই টোটন মজুমদার, ডা. ফজল করিম ওরফে বাবুল, স্থানীয় পাইওনিয়র হসপিটালের পরিচালক মনজুর হোসেন, রাউজান থানার সাবেক এসআই শাফায়েত হোসেন, সাবেক ওসি প্রদীপ কুমার দাশ এবং পাইওনিয়র হসপিটালের সুপারভাইজার মো. জাহাঙ্গীর আলম।
আপনার মতামত লিখুন :