ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ ১০ জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০১:২৩ পিএম

সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদসহ  ১০ জনের বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে জামালপুরে হামলার ঘটনায় সাবেক মুখ্য সচিব ও জামালপুর-৫ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদের নামে অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। এতে আওয়ামী লীগের ১০ নেতার নাম উল্লেখসহ ২০০ থেকে ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে জামালপুর সদর থানার ওসি আবু ফয়সাল মো. আতিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, শুক্রবার (১ নভেম্বর) সদর থানায় জামালপুর জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাদত হোসেন সাগর বাদী হয়ে এ মামলা করেন।

মামলার অন্য আসামিরা হলেন..

জামালপুর শহরের বেলটিয়া এলাকার সফিকুল ইসলাম ।

জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।

পৌরসভার সাবেক মেয়র ছানোয়ার হোসেন ছানু।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি।

পাথালিয়া এলাকার আব্দুর রহিমের ছেলে রেজুয়ান রাজন।

মেলান্দহ উপজেলার চরশুকনা গ্রামের মোকলেছুর রহমান।

একই এলাকার মুকলেছুর রহমানের ছেলে সাইফুল্লা ইসলাম ও

পৌর শহরের পাথালিয়া এলাকার সাকিবুল আহসান।
 

আরবি/জেআই

Link copied!