ঢাকা বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪

ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েলসহ চার এমপির বিরুদ্ধে মামলা

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ১১:৩৫ এএম

ভোলায় সাবেক মন্ত্রী তোফায়েলসহ চার এমপির বিরুদ্ধে মামলা

ফাইল ছবি

ভোলা সদর (ভোলা-১) আসনের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য তোফায়েল আহমেদ, তার ভাতিজা ভোলা-২ (দৌলতখান-বোরহানউদ্দিন) আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল, ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরী শাওন ও ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের সাবেক এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোলা সদর মডেল থানায় ৮৬ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে।  মোঃ আরিফ হোসাইন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৩০০/৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবৈধ আটকাদেশে তার কারামুক্তি ও সারাদেশে দ্রব্যমূল্য উর্ধ্বগতির প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিগত ২০১৯ সালের ৫ মার্চ ভোলা জেলা বিএনপির কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে। ওই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফ।  

এ সময় ভোলার সাবেক এমপি আওয়ামী লীগ নেতা তোফায়েল আহমেদ, আলী আজম মুকুল, নুরুন্নবী চৌধুরী শাওন ও আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকবের নেতৃত্বে আসামিরা প্রধান অতিথি জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর ও বিশেষ অতিথি ভোলা সদর উপজেলা বিএনপির সভাপতি আসিফ আলতাফকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় আসামিরা সমাবেশস্থল লক্ষ করে গুলি ছোড়ে। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী গুরুতর আহত হয়। এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় একটি মামলা দায়ের করতে গেলে মামলা নেয়নি পুলিশ।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো: হাচনাইন পারভেজ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
 

আরবি/জেআই

Link copied!