ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪

সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৩:০৫ এএম

সিরাজগঞ্জে ১৩ পুলিশ সদস্য হত্যার ঘটনায় মামলা

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা,ভাংচুর, অগ্নিসংযোগ ও ১৩ পুলিশ সদস্যকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

রবিবার রাতে এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল মালেক বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানা যায়, মামলায় ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৬ হাজার জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। তাদের মধ্যে এনায়েতপুর আওয়ামী লীগের সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী, শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মুল্লুক চাঁন, বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূইয়ার নাম রয়েছে।

এছাড়াও আরো ৬ হাজার জনকে অজ্ঞাত দেখিয়ে মামলা করা হয়েছে।


বিষয়টি নিশ্চিত করে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ হাসিব জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে  এনায়েতপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগসহ ১৩ পুলিশ হত্যা মামলায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ থেকে ছয় হাজার জনকে আসামি করা হয়েছে। এঘটনায় থানার পিকআপ ভ্যান, পুলিশ সদস্যদের ১৫টি মটর সাইকেল, আটককৃত ১২ টি মটরসাইকেল, আসবাবপত্র ও বিভিন্ন মামলার ফাইল আগুনে পুড়িয়ে দিয়েছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে।

আসামিদের আটক করার চেষ্টা চলছে।

আরবি/জেডআর

Link copied!